যু‌ক্তি যেখা‌নে ভেজাল লাগায়,
বিশ্বা‌সে যায় মি‌টে,
ফের একবার, আমি আজ বা‌সে,
একলা দুইটা সি‌টে।

জন‌মের রাগে স‌ন্ধি যখন,
মি‌লে যায় খা‌পে খা‌পে,
ঠোঁ‌টের ওপ‌রে, পা‌য়ের ওপ‌রে,
আল‌তো আল‌তো চা‌পে।

কতবার কল্ দে‌খেও ধ‌রি‌নি,
কতবার রা‌গে কে‌টে‌ছি,
বেদনার নী‌লে কত শত বার,
বি‌নিদ্র জেল খে‌টে‌ছি।

তু‌মি ছাড়া আ‌মি একলা একলা,
ভাবতাম ঠিক পার‌বো,
খা‌বি খে‌য়ে দ্যা‌খো, বু্ঝ‌তে পা‌রিনা,
কি ক‌রে সময় মারবো।

কেউ নাই রাগ দেখবার, রাগ,
দেখাবার কেউ নাইরে,
লোকভরা বা‌সে পা‌শের সিটটা,
আরো বে‌শি খা‌লি তাই রে।