কাল নাকি ছিল চাওয়ার রাত্রি,
তুমি কি চেয়েছো বলবে?
তুমিও চেয়েছো, শয়তানও চায়;
বলো তো কারটা চলবে?
মুখে চাইলেও মনে যদি নাই,
কাগজে কলমে শূণ্য,
পূণ্যের রাতে আবার ডাকাতি,
আবার হারায় পূণ্য।
পহেলা কদম তোমার, তুমি না
বাড়ালে চাওয়াটা রয় না,
গ্রন্থ মিলিয়ে ইতিহাস পড়ো,
চাইলেই সব হয় না।
শয়তান থাকে বাড়তি কিছুতে
কোন্ টা কোন্ টা কমাবে?
আবদার করে কাহিল বলেই
আজ সারাদিন ঘুমাবে?