ভেতরের আমি এখনো কিশোর,
কাঙ্খিত এলোমেলো,
পঞ্চাশ পাড়ি দিয়েছি আগেই,
কিশোর এখনো ষোলো।
দুনিয়া কত কি শেখায়, শিখিনা,
"বিরাট শিশু" কে দেখি,
টিকতে যখন হবেই, "শিখিনা"
বলেছি, তবুও শিখি।
এখনো কিশোর বেঁচে আছে, কেন
গলা টিপে মেরে ফেলিনি?
উত্তর নাই, বুঝবে না, খেলা,
তাদের সাথে খেলিনি।