একটাও সিট খালি নাই বাসে,
দাঁড়িয়েও যেতে চাই,
ঢুকতে পারিনি দরজা দিয়ে,
যাবোই, লট্ কাই।
"বড় প্রেম শুধু কাছেই টানেনা",
দূরেও যখন ঠ্যালে,
ছেলের বাসার সামনে মেয়েটা,
রক্তচক্ষু মেলে।
"ইমদাদ" হয়ে মাঠে নেমে গোল,
সব বিকালেই করি,
মার খেয়ে আর ফিরবো না বলে,
সব বিকালেই ফিরি।
শেষ চারলাইন লেখা শেষ, দ্যাখো
বারো থেকে ষোলো পাইনা,
কুড়ি লাইন জেদে লিখতে বসেছি
কম কিছু হোক চাই না।
"দেবো" বলে পিঠে হাতটা বুলিয়ে,
পিঠে ছুরি মেরে দেয়নি,
জগতের বাঁধা পদ্মা পেরোতে,
বাঙালি আমলে নেয়নি।