কাউকে যে কথা বলতে পারি না,
সেকথাও তুমি জানতে,
বেকুবের মতো ভাবতাম, তুমি
আমাকেই শুধু মানতে।
যেতে চাও আমি জানতাম, আমি
বারণ করেছি যেতে,
কথা না শোনার পুরানো বাতিকে,
আবার উঠলে মেতে!
একলা করেছো, তবে তাই সই,
সব ভুলে আমি ঝড়ে,
বেলা শেষে দ্যাখো কিচ্ছু ভুলিনা,
তোমাকেই মনে পড়ে।