ঐসব বেলা, টেলার কথারা,
পাড়ায় জ‌ন্মে, ম‌রে,
কাউ‌কে জেতাতে, চা‌হিবামাত্র,
হে‌রে যাই অকাত‌রে।
বাই‌রে কুকুর, ভেত‌রে বু‌ড়োটা,
ডাক‌ছে থম্ কে  থম্ কে,
বিনা মে‌ঘে দে‌খি চাঁদ তারা ভরা,
আকাশ চম্ কে  চম্ কে।