মামাবাড়িওয়ালা আব্দার চাঁদ,
মামা ডাকি, তবু রাখে না,
বাঁশবাগান আর চাঁদ ঠিক, কেউ
কাজলা দিদিকে ডাকে না।
কাল ঈদ হলে আজ চাঁদরাত,
উল্লাস কিছু থাকবেই,
শোকের ভাষারা চাঁদকে চেনেনা,
শোকের প্রকাশ রাখবেই।
জোনাক জোনাকী অমাবশ্যায়,
প্রেম করে, প্রেম শেখায়,
পূর্ণিমা রাত, ক্ষুধার রাজ্যে
ঝলসানো রুটি দেখায়।
কখনো কিচ্ছু হয়না, চাঁদের
আসা যাওয়া ছিল, রয়,
তারপর কোন চাঁদভাসা রাতে
আমাদের দেখা হয়।
বাতিটা নেভানো, চাঁদভাসা রাত,
আমাদের ছিল আগে,
তুমি ছাড়া আজ সবকিছু বড়ো
আলতু ফালতু লাগে।