বার্ধক্য ছুঁয়েছে সেই কবে,
জীবন সে'তো পরগাছার মতো,
হাঁটার শক্তি নেই যে আর


মনে যতো জোরই থাকুক,
চলার সামর্থ নেই বলেই,
ভীষণ আপন এই হুইল চেয়ার।