পাঞ্জাবির সামনে দাঁড়িয়ে আছে
এক উন্মাদ লেখক,
খানিক প্রেমিকও বটে।

শরীরে লেগে আছে ,
উবে যাওয়া কবিতার ঘ্রাণ।

হালকা চাপদাড়ি,
পাঞ্জাবির বোতামের সাথে গোপন পরিচয়।

কবিতা ছাপা হয়নি, অপূর্ণ সাধ রয়ে গেছে
বুকের মধ্য মশাল জ্বেলে থাকে সহস্র চরণ।

ধারাবাহিক ভাবে হয়তো লেখা হয় না,
অনিয়মিত কখনও নিয়মিত
স্বস্তিতে  ক'টা কবিতা এসে ভিড় জমায়।

খোলা আকাশের দিকে তাকিয়ে রয় দু'চোখ।
হাসি আসে,মৃদু।

সে হাসি সার্বজনীন,
মুঠোতে শান্তি নিয়ে,
ফের ফিরে আসে পাঞ্জাবির বোতামের  কাছে।