চলো মিথ্যেকে প্রশ্রয় দেই রোজ,
চলো মনোবল ভাঙি
চলো সত্যের বুকে ছুড়ি বসাই,
চলো বিনাশ ডেকে আনি।

চলো ফিরিয়ে দেই উপকারির হাত,
চলো শত্রুর মুখে তুলে দেই ভাত
চলো মানুষের ভেতর মানুষ না খুঁজে,
চলো খুঁজি ধর্ম বর্ণ জাত।

চলো অবিশ্বাসে ডুবে মরি,
চলো ঘুম পাড়াই মনুষ্যত্বকে
চলো সার্টিফিকেট গিলে পেট ভরাই,
চলো অভিশাপ দেই বেকারত্বকে।

চলো থেমে যাই, শব্দহীন হই
চলো কলম-কাগজের বিচ্ছেদ ঘটাই
চলো অস্তিত্ব বিকিয়ে দেই,অপসংস্কৃতিতে
চলো বেঁচে থেকেও,মৃতের মতো রই।