ঘুম নেমে আসে চোখে,
মৃত্যু এসে  কড়া নাড়ে রোজ

মানুষ চলে যাবার পর,
কেউ রাখে কি,কবরের খোঁজ?

কত সাজসজ্জা,পোশাকের বদল,
কত রঙের বাহার,শরীর জুড়ে

কাফনের রঙ তো সাদা,
সে পোশাক গায়ে জড়াবো চিরতরে।

আমর ভেতরে যত স্মৃতি,
যত কথা,মৃত্যু থেকে নেয়া

কখনও মনে এলে এসো,
যেখানে আছি,মাটি চাপা দেয়া।