শেষ বিকেল,নজরুল পাঠ,ফিরেছে সন্ধ্যা বাড়ি
তোমাকে পড়া,আজন্ম সাধ,আমার ইচ্ছে আহামরি।
তীক্ষ্ণ দৃষ্টি,সংগ্রামী জীবন,কলম সাহিত্যের মশাল
তোমার লেখা,আগ্নেয়গিরির তাপ,ছড়ায় প্রেরণার জাল।
হৃদয় তোমার,প্রেমের পূজারী,তুমি শ্রদ্ধায় নজরুল
সুঠাম দেহের,হাসিমাখা মুখের,ঝাঁকরা তোমার চুল।
গান কবিতা,গজল শ্যামায়,গল্প আর উপন্যাসে
আমার জীবনে,প্রতিটি ক্ষেত্রে,নজরুল ফিরে আসে।