চিঠি কথা বয়ে বেড়ায়
খাম জড়িয়ে রাখে তাকে

কথা ফুরিয়ে গেলে পরে,
নীরবতায় ছুঁয়ে দিও আমাকে।