আমি দেখেছি,
বয়স বাড়তে থাকা মেয়েটিকে।
যে আয়নার সামনে বসে,
তড়িঘড়ি করে,কাজল চোখে দিতে গিয়ে
লেপ্টে ফেলে ।
তার সেই ছলছল চোখের দিকে,
তাকানোর সাহস আমার হয়ে ওঠেনি ।
রূপ,শারীরিক সৌন্দর্যের কাছে,
কখনও হেরে যায় শিক্ষা-যোগ্যতা ।
একটা দায়িত্বশীল মেয়ে,
যে একা হাতে গোটা সংসারটা সামলে নিতে জানে।
অথচ,গায়ের রঙ তার সবচেয়ে বড়
দুর্ভাগ্যের বাহন হয়ে দাঁড়ায় ।
বাবার কুঁচকানো কপালের ভাঁজ,
মায়ের,আঁচলে নিজের মুখ আড়াল করা।
যদি একটা কিছু গতি হয়!
কি বিচিত্র জীবন,
মানুষ এখনও ছোটে বাহ্যিক সৌন্দর্যের পেছনে।
অথচ কাফনের কাপড়ের রঙ সাদা,
যা আবৃত করে দেবে দেহকে।
সে সাদা রঙ, লোকের মনে ভয় ধরিয়ে দেয়।
অন্যদিকে কাবাঘরের রঙ কালো,
যা মানুষকে প্রশান্তি,তৃপ্তি দেয় ।
মন পরিষ্কার পরিশুদ্ধ করতে সাহায্য করে ।
আজব মানুষ,
আজব মানুষের বিবেচনা বোধ।
অথচ স্বল্পমেয়াদী জীবন আমাদের।
মানুষ,তোমরা বোঝো - খোঁজো
সাময়িক এ সৌন্দর্য খোঁজার ভীড়ে,
আসল মানুষটিকে হাতছাড়া করছো কিনা!
(কিছু লাইন অনুপ্রাণিত হয়ে জুড়ে দেয়া হয়েছে)