বিষাদ জমেছে জীবনে,
স্থিরতায় খুঁজি কথা
পেরবো  নীরবতার সিঁড়ি

সন্ধানে নেমেছি নিজে,
একাকীত্ব পেয়ে বসে যদি
আমরা সঙ্গতার কাছে ভিখারি।