তুমি এসেছিলে আমারই দ্বারে,
হেথায় পাহাড় ঘুমিয়ে ছিল,
সমুদ্র কিনারে
আমি দ্বার থেকে কিনারে
এগিয়েছি বারে বারে
হেসেছি তোমায় দেখে
মিষ্টি আবেগের জোয়ারে ।।
আমার গলা গেয়ে ওঠে ইমনের সুর
তোমার দস্যি পায়ে,বাজে চঞ্চল নুপূর
আমি দ্বার থেকে কিনারে
এগিয়েছি বারে বারে
হেসেছি তোমায় দেখে
মিষ্টি আবেগের জোয়ারে ।।
আমার কোলে তোমার মাথা রাখার ছল,
তোমার চুলের ভাজে,আমার আঙুলের চলাচল
আমি দ্বার থেকে কিনারে
এগিয়েছি বারে বারে
হেসেছি তোমায় দেখে
মিষ্টি আবেগের জোয়ারে।।
তুমি মিষ্টি রোদে মাখা নরম আলো
তুমি আমার সন্ধ্যার আঁধার কালো
আমি দ্বার থেকে কিনারে
এগিয়েছি বারে বারে
হেসেছি তোমায় দেখে
মিষ্টি আবেগের জোয়ারে।।