প্রতিটা শূন্যতার ভেতর, নিবিড় স্রোত আছে।
ওতে ভেসে বেড়ানো যায়।
কখনও কখনও নিজেকে নিয়ে,
নিজের চাওয়াকে অতিরিক্ত প্রাধান্যতা দিতে গিয়ে ,
আমরা অনেক বেশি একলা হয়ে যাই।
শূন্যতার স্রোতে গা ভাসানো ছাড়া,
কিছুই করার থাকেনা।
কে কি ভাবলো,
কার মনে কতখানি কষ্ট দিলাম,
কারো ভালো থাকা না থাকা নিয়ে, কোনো তোয়াক্কাই করিনা আমরা।
এতোকিছু করি কেন?
ঐ- তো, নিজে যাতে ভালো থাকি।
সে জন্যই তো?
কিন্তু সেটা দিনশেষে কিংবা আলাপ শেষে, পারছি কি ?
উল্টো নিজেরাই ভীষণ একলা হয়ে যাই।
শূন্যতার এ স্রোতে ভেসে বেড়িয়ে,
নিজের জন্য একটু জায়গা খুঁজি আমরা।
কখনও ঠাঁই পাই, কখনও'বা স্রোতে ভাসতে ভাসতে একেকটা দিন নষ্ট করি।
একা কি আদৌ ভালো থাকা যায় ?
সবসময় নিজের সাথেও সময় কাটানো যায় না
যায় না কথা বলা ।
যাদের আমরা ফিরিয়ে দিলাম,
তাদের সাথে সাথে,নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে দিই আমরা।
তখনই একলা লাগে ভারী।
শূন্যতার স্রোত পেরিয়ে নিজের কাছে ফিরে আসতে পারিনা।