সেথায় আমার শৈশব খুঁজি,
কোথায় শস্য ফলে?
খুঁজেছি সেই ডাক

কাদামাখা সে দুরন্ত শিশু,
ছুটে যায় চলে,
আমি দাঁড়িয়ে নির্বাক।

আমি পিছুডাকি ওদের,
দাঁড়াও একটু,
যাচ্ছো কোথায় চলে?

বড্ড তাড়া হতচ্ছাড়া,
ডাকিসনে আর,
ভেংচি কেটে বলে।

বিকেল তখন গড়িয়ে গেছে,
সূর্য কোণে,
ফিরতে হবে বাড়ি

ইচ্ছে ছিল ওদের সাথে,
ঘাস কাদাতে,
করবো মাখামাখি-কাড়াকাড়ি।