মায়ের হাতের,
চিড়ুনি দিয়ে সিঁথি আঁচড়ে দেয়ার মতো,
সহজ,সুন্দর,
সোজা ছিল  শৈশবের জীবনটা।