শব্দ মানেই, ফেলে আসা মুহূর্ত
শব্দ মানেই, খানিকটা আরও পাওয়া।

শব্দ মানেই, কিছু একটা রয়েছে হাতের বড্ড কাছে
শব্দের মাঝেই, আমার অচেনা পৃথিবী বাঁচে।

শব্দ মানেই, ডায়েরীর পাতায় চকচকে কলমের দাগ
শব্দ মানেই, নিঃশব্দে বসে থেকে কলমের কারুকাজ দেখা।

শব্দ মানেই, আধ ফুরোনো গল্পের বাকি অংশ লিখে ফেলা
শব্দ মানেই, বৈঠকি গল্পগুলো উঠনে ছড়িয়ে দেয়া।

শব্দ মানেই, নিছক শব্দই, অর্থ - বিপরীত অনুভূতির বাক্স
শব্দ মানেই, এক পৃথিবীর চিৎকার, খুশি কিংবা ব্যর্থতার বহিঃপ্রকাশ।