তুমিও তো খোঁপার পোষো রোদ,
আমিও তেমনি,উষ্ণতা পুষেছি মাফলারে

তোমার জন্য বরাদ্দ,চাদর ভরা শীত,
এগিয়ে এসো,হে শীতবালিকা - চুপিসারে ।