যে আঁচলে প্রশান্তি খুঁজি,
সে আঁচলে কোমল পরশ,
ব্যস্ত শীতের হাওয়া

যে আঁচল তলে চোখ বুজি,
সে আঁচলে ফিরি প্রতিবেলা,
তার কাছে থেকে যাওয়া