এ জীবন মৃত্যুগামী জেনো,
আমরা কেবলই অস্থায়ী আছি - থাকি

অনেকেই চলে গেছে - যাবে ,
শুধু নামের আগে, মরহুম লেখা বাকি ।