ঝড়ো হাওয়াটা ঠিক আমার বাড়ির দিকে বইছে।
প্রচণ্ড বাতাস,
আচমকা চোখ বন্ধ করা বিদ্যুৎ চমকানো মুহূর্ত।
বারান্দায় শুকতে দেয়া টি শার্ট, রুমাল
দেয়ালে টাঙানো ক্যালেন্ডার,লেখার খাতা
উড়িয়ে নিয়ে যাচ্ছে।
বদ্ধ একলা ঘরে আমি,
পৃথিবীতে চলছে তাণ্ডব, ঝড়, বৃষ্টি
উড়ন্ত সব বইগুলো,অনুভূতির জলোচ্ছ্বাস।
তালাবদ্ধ সিন্দুক থেকে উঠে আসা কিছু স্মৃতি,
কফিনের বাক্স বন্দি কিছু আটকে থাকা সময়,
আমি এঁকেছিলাম,লিখেছিলাম - ছন্দপতন, বাক্যবিষাদ ।
লেখার প্রেক্ষাপট অনুযায়ী মুখোশ খসে পড়ে রোজ,
আমার, আমার নিজের!
বিদঘুটে কোলাজ, ধ্বনি, আস্ফালন
স্বচ্ছ কাচে, ঝাপসা পৃথিবী, মানুষের আর্তনাদ।
সব এসে জড়ো হয়েছে,
এক টুকরো সাদা পাতার কাছে।
মনে হচ্ছে গোটা পৃথিবীকে সাদা এ পাতায় বন্দি করে ফেলতে পারতাম, বেশ হতো।
শুধু কলঙ্ক গায়ে মাখবো না বলে, মুখ ফিরিয়ে নিলাম।
বা'পকেটে কলম রেখে,
হাওয়ায় ভাসিয়ে দিলাম - সে সাদা কাগজ।