কথার ভেতর কথা খুঁজে বেড়াই।
কেন বিকেলের রোদ প্রতিবেলা,
ভালোবেসে যাবে?
দায় রেখেছি, নইলে
নিজেকে স্বার্থপর বনে যেতে হবে।
মুগ্ধতায় চোখ বুজে থাকি,
কথা জেগে ওঠে রোদের পিঠে।
ভালোবাসি শেকড় লতাপাতা,
দেয়ালে জন্মানো শ্যাওলা।
হে পৃথিবী,
তোমাকে ভালোবাসার পর
মৃত্যু আরও আপন লাগে ভারী।
কথা ফিরে না পেলেও,
মৃত্যু এসে,
পূর্ণ করে দেবে একদিন আমাকে।