একাকীত্ব ব্যধির মতো,
কখনও না কখনও,জীবনে আসবেই

আসলে উন্মুক্ত বুকে,
জড়িয়ে থাকার চেয়ে,বড় প্রতিষেধক নেই