শরীর জুড়ে শুধুই নির্বিকার উচ্চারণ,
পদধ্বনি ছুঁয়ে থাকে স্তবক।
স্বর ব্যঞ্জন ভুলে যাই ,
অন্তমিল বাঁধতে গিয়ে।
বিরাম চিহ্ন দ্বিধান্বিত,
ভাবনার মূর্ছনায় উদ্বিগ্ন কলম।
মনে পড়ে প্রথম হাতেখড়ির কথা,
প্রথম আবৃত্তি।
আসলে কবিতার কোনো স্থিরতা নেই
সে চলমান।
মস্তিষ্ক, ঠোঁট, জিহ্বা, হৃদয়
কলম আর পরিশেষে পাতায়।
গোটা শরীরের ভাঁজে ভাঙনে কবিতার বসবাস।
জন্ম থেকে মৃত্যু,
কিংবা ভূমিষ্ঠ থেকে মাটি চাপা অবধি,
চলন বলনে জড়িয়ে থাকে কাব্যকলা।