আমি লিখেছি সে কবিতার কথা,
জেনেছি নিজের অস্তিত্ব ।
আমাতে প্রশান্তি এনে দেয় যে শব্দ কুণ্ডলী,
তাদের নিয়ে বাঁধি,গোটা
বাংলার সংসার ।
ওতে জন্মায় ছড়া,কবিতা,গজল,
ছন্দ;কখনও বা বাউল মন ।
নিষ্প্রাণ সাদা পাতাদের বুকে,
জন্মায় নতুন চরিত্র - গল্প,উপন্যাস ।
বাঁশের বুক চিড়ে বেরিয়ে আসে,
কুলো,চালনি - মাছ রাখার খালোই ।
তালপাতায় শীতল হাতপাখা ।
ধুলো এসে ঢেকে দেয় সব।
আবছা হয়ে আসে চোখ।
কিংবা পবনে শীতল হয় চোখ,
মন।
নিজের ভেতর দস্যু হয়ে ওঠে শব্দকতক,
পরিশেষে;
বাকবিতন্ডায় হেরে যায় নীরবতা,
সকল উদ্ভট ভাবনারা।