আমার সাধ্য কি বা তোমায় উপেক্ষা করি
হে নগ্ন মাটি,
যে আমায় ডেকে নেয় রোজ।
তুমিই তো আমার অঘোষিত উৎস।
শরীরে লেগে থাকে বয়স,
ফিরতি ডাকের সময় ঠিক করে দেয়া,
জন্মাবার আগেই।
তবুও এ পৃথিবীর বুকে খুঁজে ফিরি নিজের ঠিকানা,
একটা বাড়ি, সংসার
কিছু ইচ্ছে আর প্রিয়জনের আবদার বুকে নিয়ে।
সফলতা ব্যর্থতা, জেদ, রাগ
কিংবা লক্ষ্য পৌঁছানোর নেশায় মত্ত,
মাটির আস্তরনে,
গড়ে তোলা এ দেহ খানি।
জন্ম থেকে শৈশব,কৈশর,যৌবন
শিক্ষা,কর্ম,সংসার,দায়িত্বে - কেটে যায় বেলা।
নানান সময়ে নানান বয়সে নানান ভাবে,
আমাদের অস্তিত্ব , ব্যক্তিসত্তার বৈচিত্র্য ফুটে ওঠে।
বারবার আয়নাতে,
চেনা আমি নতুন করে -
গোছানো,পরিপাটি, অগোছালো যাই হোক না কেন,
নিজেকে,রোজ দর্পনে আবিষ্কার করতে ভালোই লাগে।