যে কথায় জড়ানো ভয়
ঘড়ির কাটার সাথে চলে সময়
সে কথায় জড়সড় ঠোঁট।

উল্টো ঘুরানো যেত যদি ঘড়ির কাটা,
যদি স্রোতে নদীর পাড় না ভাঙত
তবে,স্রোতের পাশে লিখে দিতাম
ভেসে থাকো সময়, ভেসে যেও না।

যে ঠোঁট তোমার জড়সড়
গত শীতে ফেটে উষ্ক হয়েছিলো,
সে ঠোঁটে কথা জড়িয়ে আছে
শীতের বাতাসের বহুল পরিচিত কিছু প্রলাপ।

সময়ের বিপরীতে চলা,
ঠিক উল্টোটাই হোক।

যে লাটাই অবসর নিয়ে নিলো
তাকে আর সুতোতে না জড়াই।

কাটা ঘুড়িটা ফিরে আসুক আজ,
আর যে ঘুড়ি নিরুদ্দেশ তাকে আসতে বলবো না।
হয়তো ঠিকানা খুঁজে নিয়েছে।

এই সময় ঘড়ি দিন রাত
নিয়ম মাফিক চলবেই।

যে ঘড়ি নষ্ট, কাটা ঘোরে না
যে ঘড়ির ব্যাটারি অচল, ক্লান্ত
সে ঘড়ি যতোই থেমে যাক, সময়
তার মতো চলবেই।

যার থেমে যাওয়া নেই।
প্রলাপ