তারপর,
আমরা একদিন সংসার পাতবো।
আমার এলোমেলো ঘর,
অগোছালো টেবিল, বইপত্র,বলপেন, খাতা,
ছুড়ে ফেলা কবিতার কাগজ।
তুমি রোজ গুছিয়ে রাখবে, আর আমি
সব এলোমেলো করবো।
গোছানো জিনিসপত্র আমার ভালো লাগেনা।
তুমি বকবে, আমি শুনবো - হাসবো
তোমার রাগ হবে,
আমার কান চুল টেনে ছিড়ে ফেলতে চাইবে,
আমি তখনও হাসবো।
ঝগড়া যখন তুমুল পর্যায়ে চলে যাবে,
লেগে যাবে সাময়িক সাংসারিক যুদ্ধ।
তুমি খোঁপার ক্লিপ খুলে, বিছানায় ছুড়ে ফেলবে
আর আমি, আমার চশমাটা ছুড়ে ফেলবো।
কোমরে আঁচল গুঁজে তেড়ে আসবে ঝগড়া করার জন্য,
আমি সুবোধ বালকের মতো দেখবো তোমাকে।
আমরা ঝগড়া করবো,
আর বিছানায় চুলের ক্লিপ - চশমা ততক্ষণে প্রেমেতে মগ্ন।