তোমাকে পাইনি তবু,
না পাওয়া থেকে গেছে মনে

ভালোবাসা ভালো থাকুক,
আমি থাকি,স্মৃতিতে নির্জনে।