কবিতা ধরা না দিলে,
কখনও কখনও লাগে নিজেকে অচেনা
ভেবেছি অনেক,লিখেছি সামান্য
কিছু কবিতা যেন,ফুটপাত থেকে কেনা।
খুচরো কিনেছি নাকি,ধার করা,
মন জানলেও মস্তিষ্ক জানছে না
জীবন চিনিয়েছে কবিতার পথ,
লিখেই চুকিয়ে যাই,সেসব ধারদেনা।
কলমের কাছে বিরতি চেয়েছে ক্লান্ত চোখ,
অথচ ভাবনা থামেনি মিথ্যে সান্ত্বনায়
একবার কবিতার কথা হারিয়ে গেলে পরে,
কবি মন থাকে,অসহ্য যন্ত্রণায়।