তোমার উষ্ণ ঠোঁটের কাছে এসেছি,
তোমার নিশ্বাস জানিয়ে দেয়,
ভেতরের অস্থিরতা।
তোমার ঠোঁটে ঠোঁট ছোয়ানোর পর,
একাকার হয়ে গেছি আমি।
তোমার কোমরে আমার শীতল হাত,
শরীর জড়িয়ে নেয় তোমার শরীর।
তোমার ঠোঁট থেকে ঠোঁট ছাড়িয়ে,
তোমার কপালে উষ্ণ চুমু এঁকে দিই আমি।
তোমার চুলের চলন,
ঝড়ের তোপে,ঢেউ খেলানো ধানগাছের মতোন।
সে ঝড়ো বাতাসে,
কচি ঘাসের মতো কোমল চুল,
উড়ে আসা পাখির পালকের মতো আছড়ে পড়ে আমার মুখে।
তুমি জাপটে ধরো,
তোমার হাত আমার ঘাড়ের চুল আকঁড়ে ধরে।
তুমি বুঝিয়ে দাও,
কতটা শক্ত করে তোমার মাঝে নিয়েছ আমায়।
আমার সারা দেহ কেঁপে ওঠে,
শীতল হয়ে যায় মন।
তুমি নারী,তুমি উষ্ণ চুমুর কারিগর
তোমাকে চাই,তোমাকেই প্রয়োজন।