সূর্যটা ডুবে যাওয়ার দিকে,
কেমন যেন,
মন ভারী করা বাতাস বইছে।
কোকিল ফিরে যাচ্ছে নীড়ে,
অন্ধকার নেমে আসছে ক্রমশ।
তবু মাঠের ছেলেপুলেরা,
ঢিল ছোড়াছুড়ি থামাচ্ছে না।
হাঁসের বাচ্চাগুলো,
মায়ের হেঁটে যাওয়া পথ ধরে হাঁটছে।
মন ভারী করা বাতাসটা,
ছুঁয়ে যাচ্ছে আমায়।
আমার চোখ মেলে তাকাতে ইচ্ছে হচ্ছে না আর।
আমি কিছুক্ষণ চোখ বুজে থাকি,
মাখি এ মন ভারী করা বাতাস।
আমি চোখ বুজে থাকি,
সন্ধ্যার আযানের অপেক্ষায়।