আমাকে ডেকে নেয়,
পাখির বাড়ি ফেরার,আকাশের দিক ।
সরষে ফুল থেকে মধু নিয়ে,
মৌমাছিরা চলে গেছে বহু আগে।
সন্ধ্যার সূর্যটা ডুব দিলো,
খেঁজুরের রসের হাড়িতে।
শীতে ফেটে যাওয়া ঠোঁটে,
ঈষৎ রক্ত বেরিয়ে আসে।
জ্যোৎস্নার পাঁচিল বেয়ে,
নেমে আসে স্তব্ধতা ।
এ নিয়ে আর যাই হোক,
কবিতা লেখা যায় না ।