অনেক সময় আমরা বুঝি না,
ভেতর ভেতর আমাদের কি অনুভূতি নাড়া দিচ্ছে।
চাচ্ছি কেউ বুঝুক,
কিন্তু কেউ বোঝেও না।
ধরলাম,কেউ ব্যাপারটা বুঝলো না।
কিন্তু সে চাইলে আমার সাথে দেখা করতে পারে।
আমাকে নিয়ে দূরে খোলামেলা কোথাও গিয়ে বসলো।
কোনো প্রশ্ন নেই, কথা নেই, জিজ্ঞাসা নেই
আছে কেবল দুটো মানুষের নীরবতা।
আমরা একে অপরের দিকে তাকাবো না,
কেবল মাত্র একটু পরপর আকাশটা দেখবো,
আর চুপ করে থাকবো।