উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক,
তবু গল্প হোক।
রোদের আদরে উষ্ণ ছোঁয়া পেল গাল।
কানের কাছে গুঁজে রাখা ফুল,
সেতো বসন্তের গান গেয়ে যায় ।
কুয়াশা আসবে ফের,
খেঁজুরের রসের হাড়ি চেনে পাখির ঠোঁট।
আমি আজন্মকাল সুধা পান করি,
আমি বেঁচে থাকি বসন্তের অপেক্ষায় ।