অবেলায় ডেকে নিয়ে যায় পারুলের ঘ্রাণ।
মৃদু বাতাসে দোল খায়,
আলগোছে খুলে যাওয়া পাঞ্জাবির বোতামের সুতো।
বাতাসে স্নিগ্ধতা,মিষ্টতা - সাথে
সূর্যের আলো,খানিকটা জাফরানি রঙ ।
মুগ্ধতা বশ করে নিয়েছে আমায়।
আমি চোখ বুজে থাকি,
বুঝতে পারছি-জীবনের এ সামান্য ভালো লাগা টুকু,
আমার কাছে এসে ভীড় করেছে।
আমি তাদের যত্নে রেখে দেই,
পুষি।
ঠিক,সদ্য ফোটা জাফরানি ফুলের গায়ে,
আলতো করে ছুঁয়ে দেবার মতো করে ।