মেঘের মন খারাপ,ডাকে শোনো
চিলেকোঠায় গিয়ে দাঁড়িও তুমিও

বৃষ্টির জল ছুঁয়ে দিলে পরে,
দু'চার ফোঁটা,নূপুরকে মাখতে দিও।