তারপর,
আমরা সহজ ভাবে বেঁচে থাকাটা,ভুলে যেতে থাকি।
খুশী এবং বিষাদের মাত্রাটাও চেপে রাখার মাঝে,
অন্যরকম আনন্দ খুঁজে বেড়াই।
কেবল আমাদের ঘর,জানালা পর্দা,
বারান্দায় যত্নে বেড়ে ওঠা গাছ ,
কিংবা হাতে চায়ের কাপ নিয়ে দূর আকাশ পানে চেয়ে থাকা সময়গুলো জানে,
সেসব চেপে রাখা অনুভূতিগুলোর কথা।
সবচেয়ে মজার ব্যাপার হলো,
এই কথাগুলো ওদেরকে বলতে হয় না।
ওরা এমনিই বুঝে নিতে পারে।
এ যেন এক অলৌকিক ক্ষমতা তাদের।
মন খারাপ হলে,
সেই দিন মাফিক ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিৎ।পরের বছরগুলোতে সেই একই দিনটা কেমন কাটে,
সেটা নিয়ে ফের ভাবা যাবে।
সেদিনটা আগের মতোই গেল,
নাকি নতুন করে মন খারাপের মাত্রা বাড়তে থাকলো,
সেটাও দেখা যাবে।
কারণ পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমাদের অনুভূতিও বদলাতে থাকে।
বদলে যেতে থাকে খুশী কিংবা বিষাদগ্রস্ত ব্যথাতুর মনের অবস্থা।
আমরা ভালোবাসতে গিয়ে,
ভালো থাকতে ভুলে যেতে থাকি।
সেটাই আমাদের মন খারাপের কারণ তৈরী করে।
আর সেই দিনটা,
নিয়ম করে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিৎ।