কোন সে ডাকে,বার বার ফিরে যেতে চায় মন?
কোন সে ডাকে,শেকড় আমায় টানে?

আমাকে খুঁজে পাই আমি,মেঠোপথের ধারে
সেথায় মন ভরে ওঠে আমার,কাঁচা ধানের ঘ্রাণে।