চেনা ফুটপাতে,চেনা যত দৃশ্যপট
চেনা এ ধুলো - ধূসর

একটা বিকেলে আলসেমিতে কাটাই
সেথায় আমি,আমার মিথ্যে অবসর