এসো ঘর বাঁধি,
এসো মাটিতে মিশে বাঁচি
এসো হাতের কাছে,
এসো শেকড়ের কাছাকাছি।

এসো রঙের মেলাতে,
এসো রোদের পাঁচিল বেয়ে
এসো ছোট খিড়কিতে,
এসো মাদুর পাতা যে।

এসো সংসার সাজাই,
এসো ঘাসের গন্ধে মাতি
এসো জীবন চিনি,
এসো জ্বালাই সন্ধ্যে বাতি।

এসো মিশে যাই,
এসো সাধারণ থেকে সাধারণে
এসো সহজ হই,
এসো খুঁজি জীবনের মানে।

এসো আমার দোরে,
এসো আমার গৃহালয়ে
এসো আমাতে এসো,
এসো আমার আশ্রয়ে।

এসো মাটির টানে,
এসো মাটির গানে হেথা
এসো আমি আছি,
এসো জীবন যেখানে গাঁথা।