জীবন বৈচিত্র্যময়,
যার যার জন্য

ছুটে চলে দেহযান,
গন্তব্য বিভিন্ন।

শিক্ষা কেবলই সার্টিফিকেট অর্জন,
ফলাফল বলতেই নম্বর মানি

এত শিক্ষা,শিক্ষিত লোক
তবু দুর্নীতি কমেনা,কেন জানি!

টাকার কাছে মানুষ দাস,
টাকাই আনে সর্বনাশ

টাকাই আবার হারে সততায়,
টাকাতে হয়না কৃতদাস ।

ঈমান এখনও বেঁচে আছে,
নইলে পৃথিবী ধ্বংস হতো

শেষকালে এসে ঈমান বাঁচাতে,
মানুষেরই হবে কষ্ট কতো!

কর্ম ধর্ম ভিন্ন যত,
ভিন্ন রুচি আর সংস্কৃতিতে

তবে মিল ঠিকই দেখো,
মিল আছে,সবার মৃত্যুতে।

আমার ঠাঁই কবরেতে,
তোমার দাহ কিংবা কফিনে

মানুষ আমরা মানুষ,
মানুষ মুখোমুখি হবে মৃত্যুদিনে।

সততা নিষ্ঠায় জীবন গড়ো,
গড়ো মানুষের তরে কল্যানের তরে

যেন মৃত্যুর পর,তোমাকে সবাই
শ্রদ্ধা ভরে স্মরণ করে ।