মানুষের ভেতর মানুষ কোথায়?
পশুও অতি উত্তম জেনো

যে নারী ওদের জন্ম দিলো,
ধর্ষিতা তো তোদের মা-বোনও।

কান্না থেকে র'ক্ত ঝরে,
হায়নাগুলো গিলেছে সব

ধর্ষকদের ধ্বংস করো তুমি,
বাঁচাও মানুষ,হে রব।