কোন সে পথে
দাঁড়িয়ে থাকার কথা বলা,
কোন সে দূরে
গন্তব্য হাত নাড়ায়

কোন সে আমি
পথচারী হয়ে চলা,
কোন সে টানে
মনে সেথা গিয়ে দাঁড়ায়।

কোন সে সময়
বন্ধ ঘড়ির পাশে রয়,
কোন সে স্মৃতি
ফিরে ফিরে আসে

কোন সে স্তব্ধতা
আমায় ঘিরে ঝিময়
কোন সে অতীত
অস্বচ্ছ দাগ কাটা ফ্যাকাশে।

কোন সে মানুষ
আমার করে পাইনি,
কোন সে মানুষ
পরিযায়ী পাখির মতন

কোন সে আমায়
ছুঁয়ে দিয়ে যায়নি,
কোন সে আমি
এখন করি নিজের যতন।