কফির কাপ জানে,ক্লান্ত ছিলেম
চিলেকোঠার সেটা,জানার কথা নয়

কিছুটা ক্লান্তির কথা,রুমালও জানে
আমার লেখায় খাতায়,কলমও ঝিমোয় ।