তারপর,
কোন সে দূরে,
কে যেন - হালকা বাতাসে
একটা বিকেল বেলার রোদ;
খোঁপায় পুষে রাখছে।