যত বড় ভণ্ড
তত বড় লেবাসধারী
ঈমান বিক্রি করে
অন্যর হক মারি।
রিযিক ছিনিয়ে নিয়ে
কর্ম নিয়েছি কেড়ে
বেকারত্ব বাড়ছে সদা
পকেট গেছে ভরে।
তোমরা থাকো অনাহারে
আমার তাতে কি
বিবেক মনুষ্যত্ব আমি
বেচেছি জানো? বৈ'কি?
আমরা অর্থে রাজা
তোমরা মরো পথে
গোল্লায় যাক সমাজ
টাকায় ভাগ্য উল্টোরথে।
পচন ধরেছে আজ
মানুষ কাঁদে যে নীরবে
আল্লাহ কেন স্তব্ধ?
ওদের বিচার হবে কবে?
কর্ম জুটুক পরিশ্রমীর
মূল্যায়ন হোক যথাযথ
দেশটা তখন এগোবে ঠিক
সততা নিষ্ঠায় অবিরত।
(জুলাই ২০২৪)